আপনি কি জানেন ? আপনার দেহের প্রতিটি জোড়া ও গিটের জন্য শুকরিয়া স্বরূপ আপনাকে প্রতিদিন কি করতে হবে ?
~ প্রতিদিন সকালে দান সদাকা করতে হবে। কিন্তু প্রায় ৩৬০ টা জোড়ার জন্য ৩৬০ টা সদাকা করা তো চারটি খানি কথা না। ঠিক এ কারনেই রাসূলুল্লাহ (সাঃ) সালাতুদ দোহা নিয়মিত আদায় করার জন্য উৎসাহ প্রদান করেছেন।
এছাড়াও আপনি কী টাকা পয়সা খরচ না করেই প্রতিদিন হজ্জ ও ওমরার পরিপূর্ণ সওয়াব পেতে চান??
~ তাহলে আপনাকে সালাতুদ দোহা সম্পর্কে জানতে ও নিয়মিত আদায় করতেই হবে।
.
সালাতুদ দোহা !!
এইটা আবার কোন সালাত?
কখন? কিভাবে পড়ব??
.
দোহা একটি আরবী শব্দ। যার অর্থ পূর্বাহ্ন বা দিনের প্রথম অংশ। ফারসী ভাষায় একে ‘চাশত’ বলা হয়। সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্ন বা দুপুরের পূর্ব পর্যন্ত সময়কে আরবীতে দোহা বলা হয়।
.
বিভিন্ন সহীহ হাদিসে এ সালাতকে ‘সালাতুল আওয়াবীন বা আল্লাহওয়ালাগণের সালাত’ বলে অভিহিত করা হয়েছে।
.
আমাদের দেশে (বাংলাদেশ) অনেকে একে ‘ইশরাকের সালাত বা সূর্যোদয়ের সালাত’ ও বলে থাকে। যদিও হাদিসে সালাতুদ দোহা শব্দটিই শুধুমাত্র ব্যবহার করা হয়েছে।
.
তাহলে সূর্যোদয়ের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত যেকোনো সময়েই এই সালাত পড়া যায়। তবে সূর্যোদয়ের পর থেকে ৯/১০ টার ভিতরে পড়ে নেয়া বেশি ভাল।
.
দোহা’র সালাত ২ রাকাত থেকে ১২ রাকাত পর্যন্ত আদায় করা যায়। সুন্নাত সালাত যেভাবে পড়েন ঠিক তেমন ভাবেই, নতুন কোনো নিয়ম নাই।
দুই দুই রাকাআত করে পড়তে হয়।
.
নফল সালাতের মধ্যে তাহাজ্জুদের পরেই এর স্থান। এ সালাতের বিশেষ গুরুত্ব, মর্যাদা ও সওয়াবের বিষয়ে অনেক সহীহ হাদীস রয়েছে।
.
আনাস (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন,
” যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে বসে বসে অাল্লাহর যিকির করবে সূর্যোদয় পর্যন্ত, এরপর দুই রাকাআত সালাত অাদায় করবে, সে একটি হজ্জ ও একটি ওমরার সওয়াব অর্জন করবেঃ পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ (হজ্জ ও ওমরা)” (তিরমিযী ২/৪৮১, নং ৫৮৬)।
.
আবু হুরাইরা (রাঃ) বলেন,
” আমার প্রিয়তম বন্ধু রাসুলুল্লাহ (সাঃ) আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন
*. প্রত্যেক মাসে তিনদিন সিয়াম পালন
*. দোহা (চাশত) এর দু রাকাআত সালাত আদায়
*. ঘুমানোর আগে বিতর আদায়”
( বুখারী ২/৬৯৯, নং ১৮৮০)
( মুসলিম ১/৪৯৯, নং ৭২১,৭২২)
.
আবু যার (রাঃ) বলেন,
” রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, মানুষের দেহের প্রত্যেক জোড়া ও গিটের জন্য শুকরিয়া স্বরূপ প্রতিদিন সকালে দান করা তার জন্য আবশ্যকীয় দায়িত্ব।…… দু রাকাত দোহার সালাত আদায় করলে এ দায়িত্ব পালিত হয়ে যাবে”
( মুসলিম ১/৪৯৮, নং ৭২০)
এছাড়াও অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে। আসুন আমরা নিয়মিত এই মৃতপ্রায় সুন্নাতটি জীবিত করার চেষ্টা করি।
